টঙ্গীতে তালিকা ভূক্ত শীর্ষ সন্ত্রাসী এবং মাদক কারবারি আক্তার গ্রেফতারগাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর এলাকার মাদক সম্রাজ্ঞী পারুলী বেগমের অন্যতম সহযোগী একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি আক্তার ওরফে পাগলা আক্তার কে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
১৫ তারিখ রাতে এরশাদ নগর ১ নং ব্লক এলাকা থেকে তাকে আটক করা হয়।
টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায় আক্তার ওরফে (পাগলা আক্তার) তালিকা ভূক্ত সন্ত্রাসী এবং মাদক কারবারি তার নামে অনেক গুলো গ্রেফতারী পরোয়ানা রয়েছে, সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিলো, গত কাল রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হই আমরা, তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অনেক গুলো মামলা বিচারাধীন রয়েছে।
স্থানীয়রা জানান আক্তার একটি সমাজের অভিশাপের নাম, তার বিরুদ্ধে হত্যা চেষ্টা থেকে শুরু করে অসংখ্য মাদক মামলা রয়েছে, সে মাদক কারবারি পারুলী বেগম এর ঘনিষ্ট সহযোগী। তার গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছে এলাকা বাসি।