ঢাকামঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আদালত ও প্রশাসন
  3. আন্তজার্তিক
  4. ক্রীড়া
  5. জাতীয়
  6. পরিবেশ
  7. বিচিত্রা
  8. বিজ্ঞপ্তি ও চাকরি
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিশ্ববাংলা
  12. বীমা
  13. ব্যাংক
  14. ভ্রমণ
  15. রাজনীতি
 
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির ৫ ইন্সপেক্টরের বদলি

প্রতিবেদক
বাংলাদেশ চ্যানেল ২৪
আগস্ট ৩০, ২০২২ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. ফারুক হোসেন বলেন, ডিএমপি পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও তিনি জানান।

ডিএমপি কমিশনারের আদেশে শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. শহীদুল ইসলাম খানকে ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখানের পিআই হিসেবে এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেনকে ডিএমপির গুলশান বাড্ডার পিআই হিসেবে গত ১১ আগস্ট বদলির যে আদেশে দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email