গাজীপুর টঙ্গীতে জাহিদ নামের এক ছাত্রদল কর্মীর হাতে লাঞ্ছনার শিকার হয়েছে জাতীয় দৈনিক সরেজমিন বার্তা ও বাংলাদেশ প্রতিবেদনের টঙ্গী প্রতিনিধি মারুফ আহমেদ।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মারুফ।
আরও পড়ুন- টাকা নেই বাফুফের, অনুদান বণ্টনের দায়িত্ব নিলেন সালাউদ্দিন
সাংবাদিক মারুফ জানান পেশাগত কারনে সমাজের সত্যটা সব সময়ই তুলে ধরি, ছাত্রদল কর্মী জাহিদের দুলাভাই একজন মাদক কারবারি এবং সন্ত্রাসী এ বিষয়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখি, এতে ক্ষিপ্ত হয়ে জাহিদ আমাকে কয়েক বার হুমকি দেয়, এক পর্যায়ে সে আমাকে গালি গালাজ করে এবং আমার গায়ে হাত তোলে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশরাফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন এবং বলে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় আসামিকে আটক করার কাজ চলছে।