ফিল্মপাড়া থেকে শুরু সামাজিক মাধ্যম শাকিব এবং বুবলিকে নিয়ে আলোচনায় সরগরম। এরইমধ্যে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে হালের সেনসেশন পূজা চেরির নাম। বাতাসে গুঞ্জন শাকিব খানের সাথে প্রেমে মজেছেন এই অভিনেত্রী! যদিও গুঞ্জনের সত্যতা পাওয়া যায়নি এখনো।
তবে যা রটে, তা কিছুটা হলেও ঘটে- প্রবাদটি বিশ্বাস করতে চাইছেন অনেকে। তবে পূজা চেরি কোথায়? এমন প্রশ্নও উঠছে চলচ্চিত্রের আঁতুর ঘরে। শুক্রবার বিকেলে এফডিসিতে গিয়ে এমন প্রশ্নই শোনা গেছে।
শিল্পী সমিতির সামনে দাঁড়িয়ে কিছু লোক কথা বলছিলেন শাকিব-বুবলী ইস্যুটি নিয়ে। তাদের মধ্যেই একজনের প্রশ্ন- পূজা চেরি কোথায়?
আরও পড়ুন- শাকিব খানের ২ ছেলে আব্রাম-শেহজাদ
শেষবার পূজার চেরির দেখা পাওয়া গিয়েছিল গত ২৬ সেপ্টেম্বর, ‘হৃদিতা’ সিনেমার গান প্রকাশ অনুষ্ঠানে। ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে তার ফেসবুক প্রোফাইল থেকে শেষবার পোস্ট করা হয়েছিল। এরপর থেকে আর খোঁজ মিলছেনা পূজা চেরির।
পূজার এ নীরবতায় বিভিন্ন গুঞ্জন ডালপালা মেলছে ঢালিউডজুড়ে। শোনা যাচ্ছে আমেরিকার ভিসা পেয়েছেন পূজা চেরি। যদিও এসব গুঞ্জনের কোনোটিরই সত্যতা মেলেনি এখনো।