নারী এশিয়া কাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং করছে স্বাগতিক বাংলাদেশ।
এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের শিরোপা ধরে রাখার মিশন শুরু হয়েছে আজ (১ অক্টোবর)।
বিশ্বকাপ বাছাইয়ে অংশগ্রহণ এবং টানা ম্যাচ থাকায় এশিয়া কাপের আগে মাত্র তিনদিন অনুশীলনের সুযোগ পেয়েছেন টাইগ্রেসরা। তবে স্বাগতিক দল হওয়ায় সিলেটের হোম কন্ডিশনে একটি বাড়তি জ্যোতির দলের জন্য। তাইতো শিরোপা ধরে রাখার মিশনে বিন্দু মাত্র ছাড় দিবেননা সালমা খাতুনরা তা সহজেই অনুমেয়।
আরও পড়ুন- টিভিতে আজকের খেলা
বাংলাদেশ ছাড়াও ভারত-পাকিস্তান তো আছেই, থাইল্যান্ড ও শ্রীলঙ্কাও হতে পারে প্রবল প্রতিপক্ষ।
কিছুদিন আগেই ছেলেদের এশিয়া কাপ শেষ হয়েছে। এবার শুরু নারীদের এশিয়া কাপ। ২০১৮ সালের পর আবারো দেশের মাটিতে খেলতে যাচ্ছে নিগার সুলতানারা।
সাত দেশের টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও থাইল্যান্ড ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ খেলবে। ফলে প্রতিটি দলের ম্যাচ দাঁড়াবে ৬টি করে। পয়েন্ট তালিকার সেরা চার দল উঠবে সেমিফাইনালে।