বীরত্ব ছবির সাফল্যের পর এবার প্রথমবারের মত অনুদানের ছবিতে কাজ করতে যাচ্ছেন অভিনেতা ইমন। এই সিনেমায় আগেই চুক্তিবদ্ধ হয়েছেন রাফিয়াত রশীদ মিথিলা।
২০২০-২১ সালের সরকারি অনুদানপ্রাপ্ত শিশুতোষ সিনেমাটি পরিচালনা করছেন লুবনা শারমিন। সহ-প্রযোজনায় আছেন মেঘলা ইসলাম।
ছবির নাম ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’। শাহরিয়ার কবিরের কিশোর গোয়েন্দা গল্প অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে।
বহুবছর আগে মিথিলার সঙ্গে টিসিভি ও ‘ঘুম’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন ইমন। এবারই প্রথম তারা দুজনে একসঙ্গে ছবিতে অভিনয় করছেন।
ইমন বলেন, এই ছবিতে মেজর জাহিদ চরিত্রে অভিনয় করবো। যে পাহাড়ে গিয়ে বিভিন্ন গোয়েন্দা অ্যাডভেঞ্চারে অংশ নেয়। গল্পটা আমি পড়েছি। নিজেও থ্রিল অনুভব করেছি। তাছাড়া অনুদান ছবি ও মিথিলার সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছি। দারুণ কিছু হবে বলে আমি বিশ্বাস করি।