রায়হান মিয়া টঙ্গীঃ
”চলো যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে ” পাপকে ঘৃণা কর পাপিকে নয়, এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর টঙ্গীতে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে উন্মুক্ত আলোচনা সভা পালিত হয়েছে।
১৫ তারিখ বিকেলে গাজীপুর টংগীর ৪৯ নং ওয়ার্ড জাগরণী উচ্চ বিদ্যালয়ে উক্ত সভার আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশরাফুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জলিল গাজী, ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন জয়, সাধারণ সম্পাদক রোমান দেওয়ান, যুব লীগ নেতা সাজ্জাদুল ইসলাম মনির, এস আই মনির, এ এস আই আল-মামুন এবং ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন মাদক, সন্ত্রাস নির্মূলের আমাদের যা করা দরকার আমরা তাই করব, তিনি মাদক কারবারিদের ভালো হয়ে ফিরে আসার আহবান জানান, এবং যারা ভালো হয়ে ফিরে আসবে তাদের কর্ম সংস্থান এর ব্যবস্থা করে দিবেন বলে তিনি আশ্বাস দেন।