রায়হান মিয়া মৃধাঃ
গাজীপুরে টঙ্গীতে টঙ্গী পূর্ব থানা মৎসজীবী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৭ তারিখ বুধবার সন্ধ্যায় নতুন বাজার পার্টি অফিসে এনামুল হক মনিরকে সভাপতি এবং সেলিম খানকে সাধারণ সম্পাদক করে টঙ্গী পূর্ব থানা মৎসজীবী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মৎসজীবী লীগের সভাপতি আসাদুল কবির, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শওকত আলম আরও উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
এসময় নব গঠিত কমিটির সভাপতি এনামুল হক মনির জানান, আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমরা তা যথাযথ ভাবে পালন করবো। টঙ্গী পূর্ব থানা মৎসজীবী লীগের কমিটি কে সুসংগঠিত করতে আমরা সকলের সাথে সমন্বয় করে সুন্দর ও সুসংগঠিত একটি কমিটি উপহার দিবো ইনশাআল্লাহ।