স্টাফ রিপোর্টারঃ
ঢাকা যাত্রাবাড়ী থানাধীন র্যাব-১০ ক্যাম্প সংলগ্ন সিটি পল্লী বস্তির মানুষদের পুনর্বাসন না করে বস্তি উচ্ছেদের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
আগামী ১০/০২/২০২৩ তারিখের মধ্যে সকল বস্তিবাসীকে তাদের মালামাল নিয়ে বস্তি থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুনর্বাসন না করে হঠাৎ বস্তি উচ্ছেদের ঘোষণায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয় পরিচ্ছন্ন কর্মী ও এলাকাবাসীরা। এসময় তারা মহাসড়কে মানব বন্ধন ও প্রতিবাদ মিছিল করেন।
স্থানীয় বাসিন্দারা জানান আমাদের থাকার জায়গা নাই তাই আমরা বস্তিতে থাকি কেউ শখ করে বস্তিতে থাকে না আমরা সকলেই হতদরিদ্র, পরিচ্ছন্নতার কাজ করি আমরা কয়েক যুগ ধরে এই বস্তিতে থাকছি আমাদের পুনর্বাসন না করে বস্তি ভেঙে দিলে আমাদের আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না,
তাই আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের যেন পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর বস্তি খালি করানো হয়।