রায়হান মিয়া টঙ্গীঃ
ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এম পির মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ৪৯ নং ওয়ার্ড আওয়ামী তাতী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ৪৯ নং ওয়ার্ড আওয়ামী তাতী লীগের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ খান ইমন, সাধারণ সম্পাদক মোস্তফা আকতাব, সহ-সভাপতি মোছলে উদ্দিন মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, মিরাজ মিঝির উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ আহসান উল্লাহ মাস্টার এম পির স্নেহের ছোট ভাই নুরুল ইসলাম পাঠান, টঙ্গী পূর্ব থানা আওয়ামী তাতী লীগের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মহাসিন ইসলাম আকাশ প্রমুখ।
পুষ্পার্ঘ্য অর্পণ করার পর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির রুহের মাগফেরাত কামনায় দোয়াও করা হয়।