রায়হান মিয়া মৃধাঃ
গাজীপুর টঙ্গীর এরশাদ নগর ৪ নং ব্লক থেকে দত্তপাড়া যাওয়ার সংযোগ সড়কের কাজ শুরু হয়েছে। দীর্ঘ সময়পর এই সংযোগ সড়কটির কাজ শুরু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় জনগণ।
৫ তারিখ রবিবার দুপুরে ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদের উদ্যোগে লম্বায় প্রায় ৫০০ ফিট এবং প্রস্থে ড্রেন সহ ১৪ ফিট আর,সি,সি ঢালাইয়ের মাধ্যমে রাস্তাটির কাজ শুরু হয়েছে।
স্থানীয়রা জানান ফারুক আহমেদ কাউন্সিলর হবার পর থেকে ৪৯ নং ওয়ার্ড এলাকায় যে রেকর্ড সংখ্যক কাজ তিনি করেছেন, বিগত ২০/৩০ বছরেও এমন কাজ এরশাদ নগর এলাকায় হয় নাই। ফারুক আহমেদ বিপুল ভোটে নির্বাচিত হবার পর থেকেই ভাগ্য বদল হয়েছে এরশাদ নগর বাসির, উন্নয়নয়ের ছোয়ায় এখন এরশাদ নগর একটি মডেল ওয়ার্ড।
তাই আমরা সকলে আবারও ফারুক ভাইকে কাউন্সিলর হিসেবে দেখতে চাই।