রায়হান মিয়া টঙ্গীঃ
গাজীপুর টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড এলাকায় রওশন এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ তলা ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন করা হয়ছে।
১২ তারিখ রবিবার বিকেলে ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং স্কুল কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জলিল গাজীর সভাপতিত্বে উক্ত ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক মজিবুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, যুবলীগ নেতা রশিদ মিয়া, আবু আলম, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোঃ হুমায়ুন কবির বাপ্পি, সাবেক ছাত্রলীগ নেতা মুক্তার হোসেন খলিফা, ছাত্রলীগের সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক রোমান প্রমুখ।
এ সময় আরও উপস্তিত ছিলেন ওয়ার্ড তাতী লীগের সভাপতি আব্দুল্লাহ খান, সাধারণ সম্পাদক মোস্তফা আকতাব।
সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন এবং জানে আলম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেলোয়ার হোসেন, লিটন, লালু মিয়া, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রায়হান সরদার ও নাসিমা বেগম সহ অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দরা।