রায়হান মিয়া টঙ্গীঃ
গাজীপুর টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার আন্তঃব্লক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৪৯নং ওয়ার্ড এলাকার ৮ টি ব্লক নিয়ে গঠিত হয়েছিল ৮ টি দল এর মধ্যে ফাইনালে উঠেছিল ২ নং ব্লক একাদশ এবং ৪ নং ব্লক একাদশ। এর মধ্যে ফাইনালে ০৩/০৪ গোলে বিজয় অর্জন করে ২ নং ব্লক যুবলীগের সভাপতি মুলহাস মৃধার নেতৃত্বাধীন ২ নং ব্লক একাদশ। এ সময় বিজয়ী দলকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা পুরষ্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
১৩ তারিখ বিকেলে ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ এর সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম ইসলামের সার্বিক তত্ত্বাবধানে দত্তপারা দিঘির পার মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম পির উপ-পুলিশ কমিশনার মাহবুব-উজ-জামান (পি পি এম),এ ডি সি অপরাধ দহ্মিন হাফিজুল ইসলাম, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, এ সি টঙ্গী জোন মেহেদী হাসান দিপু, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, সাধারণ সম্পাদক কাজল, সাবেক ছাত্রলীগ নেতা মুক্তার হোসেন খলিফা, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোঃ হুমায়ুন কবির বাপ্পি, সাবেক ছাত্রলীগ নেতা কাজী মঞ্জু প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন ৪৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জলিল গাজী।
আরও উপস্তিতি ছিলেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু আলম, ওয়ার্ড তাতী লীগের সভাপতি আব্দুল্লাহ খান ইমন, সাধারণ সম্পাদক মোস্তফা আকতাব, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রায়হান সরদার প্রমুখ।