রায়হান মিয়া টঙ্গীঃ
মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে টঙ্গী পূর্ব থানার উদ্যোগে গাজীপুর টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড এলাকায় কমিউনিটি পুলিশং সমাবেশ পালিত হয়েছে।
শনিবার ১৮ তারিখ বিকেলে ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদের সভাপতিত্বে টি,ডি,এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উক্ত সমাবেশ পালিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃমাহবুব-উজ-জামান (পিপিএম) উপ-পুলিশ কমিশনার অপরাধ (দহ্মিন) জিএমপি, গাজীপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান দিপু -সহকারি পুলিশ কমিশনার টঙ্গী জোন, আশরাফুল ইসলাম (পিপিএম) অফিসার ইনচার্জ টঙ্গী পূর্ব থানা, মজিবুর রহমান (আহবায়ক) ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ।
সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জলিল গাজী।
আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক মনির হোসেন, ইয়াসিন আরাফাত, আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা রশিদ মিয়া, আবু আলম, মুলহাস মৃধা, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মুক্তার হোসেন খলিফা, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ সাজ্জাদুল ইসলাম মনির, ওয়ার্ড তাতী লীগের সভাপতি আব্দুল্লাহ খান, সাধারণ সম্পাদক মোস্তফা আকতাব, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রায়হান সরদার প্রমুখ।
এ সময় প্রায় ৮০০ লোকজন নিয়ে উক্ত সমাবেশ পালিত হয়েছে।