ঢাকারবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত ও প্রশাসন
  3. আন্তজার্তিক
  4. ক্রীড়া
  5. জাতীয়
  6. পরিবেশ
  7. বিচিত্রা
  8. বিজ্ঞপ্তি ও চাকরি
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিশ্ববাংলা
  12. বীমা
  13. ব্যাংক
  14. ভ্রমণ
  15. রাজনীতি
 
আজকের সর্বশেষ সবখবর

ডুয়েটে অনুষ্ঠিত হয়ে গেল “হাল্ট প্রাইজ ২০২৩ এর ফাইনাল রাউন্ড”

প্রতিবেদক
বাংলাদেশ চ্যানেল ২৪
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৯:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রাগ্রামের ফাইনাল রাউন্ড। প্রথম রাউন্ডে ৩৭ টি দলের বিভিন্ন স্টার্ট আপ,পরবর্তী ধাপে ১২ টি স্টার্ট আপ এবং ফাইনাল রাউন্ডে ছয়টি স্টার্ট আপ নির্বাচিত হয়।

ফাইনালিস্ট ছয় টি টিম হলো, টিম জোভিটা, দ্যা ডেনিম রিনোভেটর, ডুয়েট ইকো টেক্স, ডুয়েট টেক্সটাইল টাইটানস, ডুয়েট নেক্সটজেন্ট লিডারএবং টিম গ্লিমার।

এবারের হাল্ট প্রাইজ চ্যালেন্জ “রিডিজাইনিং ফ্যাশন”। প্রতিযোগিরা তাদের ভিন্ন ভিন্ন ইউনিক আইডিয়া বিচারক দের সামনে উপস্থাপন করেন।

বিচারক গন বিভিন্ন সেগমেন্ট ও প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ আইডিয়াটি নির্বাচিত করেন। চুড়ান্ত প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, রাকিনুজ্জামান খান, সিনিয়র ম্যানেজার প্রকিউরমেন্ট, রেকিট বেনকিচার, বাংলাদেশ লিমিটেড। মোঃ তাজবীর হোসাইন, প্রফেসর এবং বিভাগীয় প্রধান এপারেল ম্যানুফ্যাচারিং টেকনোলজি, সোনারগাঁও ইউনিভার্সিটি। মোঃ আইয়ুব আলী, এসিস্ট্যান্ট প্রফেসর টেক্সটাইল ডিপার্টমেন্ট, ডুয়েট।

এবারের চুড়ান্ত পর্বটি ডুয়েট সেমিনার রুমে প্রায় ১০০ এর অধিক শিক্ষার্থী ও প্রতিযোগির উপস্থিততে অনুষ্ঠিত হয়, প্রায় ৫০ এর অধিক অর্গানাইজিং কমিটি মেম্বারও ভলান্টিয়ার এর পরিচালনায় অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে পরিচালিত হয়। এবারের হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রামে চ্যাম্পিয়ন ডুয়েট নেক্সটজেন্ট লিডার, ফাস্ট রানার্স আপ দ্যা ডেনিম রিনোভেটর এবং সেকেন্ড রানার্স আপ টিম গ্লিমার।

হাল্ট প্রাইজ ডুয়েট এর ক্যাম্পাস ডিরেক্টর সাজেদুর রহমান বলেন, হাল্ট প্রাইজ এর এমন উদ্যোগ প্রতি নিয়তই যেমন উদ্যগতা বাড়ছে তেমনি নতুন নতুন কর্ম সংস্থানের ব্যবস্থা হচ্ছে। যা বিশ্বের বেকারত্ব দূরীকরণের পাশাপাশি বিশ্বের ভয়াবহ সমস্যার সমাধান করছে।

অন ক্যাম্পাস প্রোগ্রামটি সুষ্ঠু ভাবে পরিচালনা করতে কারিগরি ও আর্থিক সহায়তা করে স্টারটেক ইন্জিনিয়ারিং লিঃ গাজীপুর শাখা।

ক্যাম্পাস ডিরেক্টর আরো আশা ব্যক্ত করেন এবারে হাল্ট প্রাইজ ডুয়েট এর চ্যাম্পিয়ন গন। গ্লোবাল এক্সেলেটরে সর্বশ্রেষ্ট উদ্যেক্তা আইডিয়াটি উপাস্তপনার মাধ্যমে ১ মিলিয়ন ডলার পুরুষ্কার জিততে সক্ষম হবে।

Print Friendly, PDF & Email

Bangladesh Channel 24