রায়হান মিয়া টঙ্গী
গাজীপুর টঙ্গীতে শেখ রাসেল আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে
মঙ্গলবার সকাল ১০টায় টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে জিএমপির পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বেলুন এবং পায়রা উড়িয়ে ৪৯ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশং এর উদ্যোগে আয়োজিত উক্ত টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপির পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃমাহবুব-উজ-জামান উপ-পুলিশ কমিশনার অপরাধ (দহ্মিন) টঙ্গী জোন, এডিসি হাফিজুল ইসলাম, মেহেদী হাসান দিপু -সহকারি পুলিশ কমিশনার টঙ্গী জোন, ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি জলিল গাজী, যুবলীগ নেতা মুলহাস মৃধা, সাবেক ছাত্রলীগ নেতা মুক্তার হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সাজ্জাদুল ইসলাম মনির, টঙ্গী পূর্ব থানার উপ পুলিশ-পরিদর্শক সাব্বির হোসেন, মনির, আশরাফুল প্রমুখ।
এ সময় বিকল্প ভিক্টোরিয়াস এবং নবীন কুড়ি নাইট রাইডার্স এর মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।