রায়হান মিয়া টঙ্গীঃ
গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর ৪৯ নং ওয়ার্ড এলাকায় ৫০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ উত্তরা।
শুক্রবার ১৭ তারিখ দুপুরের র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ নং ওয়ার্ড এলাকার ১ নং ব্লক বড় বাজার মারিয়া খাবার হোটেল সংলগ্ন ডেকোরেটরের গোডাউন এর ২য় তলায় অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের কাছথেকে ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলো কুমিল্লা জেলার মৃত রুহুল আমিন এর ছেলে সোহেল মিয়া (৩৫), গাজীপুরের মৃত সিদ্দিক মিয়ার ছেলে রিপন (৩৪), নাটোরে জেলার মোস্তফা মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২০), ব্রাক্ষ্মনবাড়িয়ার মৃত আবুল খায়েরের মেয়ে লাভলী(৩৫)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ।