পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের নোয়াখালীর চৌমুহনী ব্রাঞ্চের জন্য দুটি গাড়ি পার্কিংয়ের জায়গাসহ ৪ হাজার ৯২৯ বর্গফুট ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ। রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য খরচ বাদে গাড়ির পার্কিংসহ ফ্লোর স্পেস কিনতে ব্যাংকটির ব্যয় হবে ৮ কোটি ১৫ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এ ক্রয়-সংক্রান্ত চুক্তি সম্পন্ন করবে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক।