ঢাকাবুধবার , ৩১ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আদালত ও প্রশাসন
  3. আন্তজার্তিক
  4. ক্রীড়া
  5. জাতীয়
  6. পরিবেশ
  7. বিচিত্রা
  8. বিজ্ঞপ্তি ও চাকরি
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিশ্ববাংলা
  12. বীমা
  13. ব্যাংক
  14. ভ্রমণ
  15. রাজনীতি
 
আজকের সর্বশেষ সবখবর

সালওয়াকে নিয়ে ইমনের নতুন ছবি, মুক্তি ১৬ই সেপ্টেম্বর

প্রতিবেদক
বাংলাদেশ চ্যানেল ২৪
আগস্ট ৩১, ২০২২ ৭:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নতুন জুটির। ইমন-সালওয়া অভিনীত ‘বীরত্ব’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর। এই ছবির মাধ্যমেই নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে সালওয়ার। নারী পাচার, মানবসম্পর্কের গল্প নিয়ে ছবিটি পরিচালনা করেছেন সাইদুল ইসলাম রানা।

গত বৃস্পতিবার প্রকাশ পেয়েছে এর গান ‘ভালোবাসা বলা হয়ে যায়’। পুরোপুরি রোমান্টিক আমেজের গানটির দৃশ্যধারণ হয়েছে সিলেটের চা বাগান, জাফলংসহ বিভিন্ন লোকেশনে। গানটি গেয়েছেন ইমরান ও পূজা। টাইগার মিডিয়া অফিশিয়ালে প্রকাশ হয়েছে এটি।

ছবিটি প্রসঙ্গে ইমন বলেন, একজন মফঃস্বলের ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি আমি। সত্যিই অনেকদিন পর সিনেমার মতো সিনেমা করেছি। আমি অধীর অপেক্ষা করছি ‘বীরত্ব’ মুক্তির।

সালওয়া বললেন, পুরো টিমের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা চমৎকার। গোছানো কাজ হয়েছে। পর্দায় পুরো ছবিটি দর্শকের জন্য উপভোগ্য হবে। গান প্রকাশের পর অনেকেই বিভিন্নভাবে প্রশংসা করছেন। রুপালি পর্দায় নিজেকে দেখার অপেক্ষায় আছি।

ছবিটিতে গল্পের প্রতি জোর দেওয়ার পাশাপাশি লোকেশনেও বৈচিত্র্য আনা হয়েছে। পরিচালকের ভাষ্য, প্রায় ১২০টির বেশি লোকেশন ব্যবহার করেছি। এক লোকেশন একাধিকবার নেই। পুরো ছবি দেখলে বোরিং লাগার কোনো সুযোগ নেই। তবে বার বার ইমোশনাল হতে হবে। সেপ্টেম্বরে বাংলাদেশে মুক্তি পাবে। পরে আমেরিকা, কানাডা ও ভারতের চারটি রাজ্যে মুক্তির প্ল্যান আছে।

সিনেমায় বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেন ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, নিপুণ আক্তার, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, বর্দা মিঠু, কচি খন্দকার, মনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, মুনতাহা এমিলিয়া।

ছবিটির একটি আইটেম গান পারফর্ম করেছেন মিষ্টি জান্নাত।

Print Friendly, PDF & Email