ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিশ্চুপ থাকার প্রতিবাদে দাবীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ আগষ্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রশাসন ভবন সহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে এসে পূণরায় ঝাল চত্ত্বরে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনকারীরা উক্ত স্থানেই মানববন্ধন করেন।
জানা যায়, সোমবার(২৯ আগষ্ট) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজারের ইসলামী ব্যাংকের পেছনে একটি মেছবাসায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর গোফনে গোসলের ভিডিও ধারণ করা অভিযোগ উঠেছে।
উক্ত ঘটনা পরবর্তী ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিলেও ঘটনার দুদিন পর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে যানা গেছে।
মানববন্ধনে ছাত্র ইউনিয়ন ইবি শাখার সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের শিক্ষার্থীরা বারবার স্থানীয় দের কাছে নির্যাতিত, স্থানীয় গুন্ডারা যখন ইচ্ছে তখনি আমাদের উপর আক্রমণ চালাচ্ছে, অথচ আমাদের পক্টর মহোদয় বরাবরের মতই নিশ্চুপ, শিক্ষার্থীদের সাথে উদ্ভুত কোনো অপ্রীতিকর ঘটনাই পক্টর কে হাতে হারিকেন নিয়েও খুজে পাওয়া যায়নাহ।
তিনি আরো বলেন, পক্টর মহোদয় কে ফোন দিলে তিনি বলেন বিষয় টি দেখতেছি, কিন্তু সেটি দেখা পর্যন্ত থেকে যায়, এবং যেকোনো ঘটনা তদন্ত কমিটি ঘটন করা পর্যন্ত ই সীমাবদ্ধ থাকে, ওই তদন্ত কমিটি হারিয়ে যায়, পরে ওই তদন্ত কমিটি কে খুজতে আরেকটু তদন্ত কমিটি গঠন করা লাগে।
ছাত্র ইউনিয়ন ইবি শাখার সভাপতি ‘জি কে সাদিক’ বলেন, আমাদের ক্যাম্পাসের বোনের সাথে একটা অপ্রীতিকর ঘটনার ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন অপরাধী কে এখনো চিহ্নিত করতে পারেনি, এখানেই তাদের অযোগ্যতার প্রমাণ মিলছে, অবিলম্বে পক্টর মহোদয় কে তার ব্যর্থতা স্বীকার করে পদত্যাগের দাবী যানাচ্ছি।