ঢাকাবুধবার , ৩১ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আদালত ও প্রশাসন
  3. আন্তজার্তিক
  4. ক্রীড়া
  5. জাতীয়
  6. পরিবেশ
  7. বিচিত্রা
  8. বিজ্ঞপ্তি ও চাকরি
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিশ্ববাংলা
  12. বীমা
  13. ব্যাংক
  14. ভ্রমণ
  15. রাজনীতি
 
আজকের সর্বশেষ সবখবর

এক লাখ ৬০ হাজার টন ইউরিয়া ও পটাশ সার কিনবে সরকার

প্রতিবেদক
বাংলাদেশ চ্যানেল ২৪
আগস্ট ৩১, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

পৃথক তিনটি লটে এক লাখ ৬০ হাজার টন ইউরিয়া ও পটাশ সার কিনবে সরকার। বুধবার (৩১ আগস্ট) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক সাংবাদিকদের বিস্তারিত জানান।

অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি কর্তৃক দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ফেলকো জেনারেল ট্রেডিং এলএলসি নামক প্রতিষ্ঠান থেকে এক লাখ টন এমওপি (মিউরেট অব পটাশ) সার সরাসরি কেনা হবে। পটাশ সার কেনায় মোট ৯৩১ কোটি ৪৯ লাখ টাকা ব্যয় হবে।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্ট কোম্পানিজ, সৌদি আরব থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার টন (১০ শতাংশ +) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ লটে সার কেনায় ১৭৭ কোটি ৯৮ লাখ ২০ হাজার ৭৫৫ টাকা ব্যয় হবে।

আব্দুল বারিক বলেন, এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্ট কোম্পানিজ, সৌদি আরব থেকে সপ্তম লটে ৩০ হাজার টন (১০ শতাংশ +) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে, যার জন্য মোট ব্যয় হবে ১৭৭ কোটি ৯৮ লাখ ২০ হাজার ৭৫৫ টাকা।

Print Friendly, PDF & Email