টঙ্গীর ৪৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোক দিবস পালনগাজীপুর টংগীর ৪৮ নং ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভার আয়োজন করা হয়েছে।
৩১ তারিখ বুধবার সন্ধায় ৪৮নং ওয়ার্ড রিয়া গার্মেন্টস সংলগ্ন এলাকায় উক্ত শোক সভার আয়োজন করা হয়।
উক্ত শোক সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল।
সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও টঙ্গী থানা আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মহর আলী মৃধা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও টঙ্গী পূর্ব থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোঃ হুমায়ুন কবির বাপ্পি, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোঃ বিদ্যুৎ সিকদার, টঙ্গী পূর্ব থানা তাতী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহাসীন ইসলাম আকাশ প্রমুখ।