পুলিৎজার পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বংশোদ্ভূত চিত্রশিল্পী এবং অলঙ্করণ শিল্পী ফাহমিদা আজিম। ইনসাইডার ওয়েবসাইটে প্রকাশিত চীনা বন্দীশিবির থেকে পালানোর, ইলাস্ট্রেটেড প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার জিতেছেন। পুলিৎজারের অফিসিয়াল ওয়েবসাইটে ফাহমিদা আজিমের পুরস্কার পাওয়ার তথ্য দেওয়া হয়।
এর আগে বাংলাদেশি আলোকচিত্রী পনির হোসেন ২০১৮ সালে বার্তা সংস্থা রয়টার্সের পাঁচ ফটো-সাংবাদিকের সঙ্গে যৌথভাবে পুলিৎজার জিতেছিলেন।
পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা ও প্রকাশনার বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয়ে থাকে।